R G Kar Case | হয়নি ‘ক্রাইম সিনে’র পরিবর্তন! আরজিকর হাসপাতালের চারতলায় সেমিনার হলেই হয় ধর্ষণ-খুন
শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস নির্দেশের কপিতে জানানো হয়েছে, আরজিকর হাসপাতালের চারতলায় সেমিনার হলে যেখান থেকে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়, সেই জায়গাটিই তাঁর খুন ও ধর্ষণের ঘটনাস্থল।
আরজিকর ধর্ষণ খুন কাণ্ডে হয়নি ‘ক্রাইম সিনে’র কোনও পরিবর্তন! শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস নির্দেশের কপিতে জানানো হয়েছে, আরজিকর হাসপাতালের চারতলায় সেমিনার হলে যেখান থেকে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়, সেই জায়গাটিই তাঁর খুন ও ধর্ষণের ঘটনাস্থল। রিপোর্টে আরও বলা হয়েছে, নির্যাতিতার ম্যাট্রেসের তুলো ও অংশ, কম্বল, বেডশিট ও অন্য যা কিছু ছিল তাতেই নমুনা মিলেছে। আদালত জানিয়েছে,নির্যাতিতাকে সামনে থেকে আক্রমণ করা হয়। এই হামলা ছিল তাঁর ভাবনার বাইরে। তাই তিনি ভালোভাবে বাধা দিতে পারেননি।