Louvre Museum | ল্যুভর জাদুঘর থেকে দিনেদুপুরে চুরি! দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার পুলিশের

Sunday, October 26 2025, 2:40 pm
Louvre Museum | ল্যুভর জাদুঘর থেকে দিনেদুপুরে চুরি! দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার পুলিশের
highlightKey Highlights

একজনকে শার্ল ডে গুল বিমানবন্দর থেকে আটক করা হয়। ওই ব্যক্তি একটি উড়ান ধরতে যাচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।


গত রবিবার প্যারিসের ল্যুভর জাদুঘর থেকে নেপোলিয়নের স্ত্রীর মুকুট-সহ বহু মূল্যমান সামগ্রী চুরি যায়। শনিবার সন্ধ্যায় এঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করলো পুলিশ। আটক দুই ব্যক্তি প্যারিসের শ্রমিক শ্রেণি অধ্যুষিত শহরতলি, সিন-সাঁ-ডেনি-র বাসিন্দা। জানা গিয়েছে, ঐদিন চারজন চোর সিন নদীর ধারের একটি বারান্দা দিয়ে অ্যাপোলোর গ্যালারিতে ঢুকেছিল। বৈদ্যুতিক সরঞ্জাম দিয়ে জানালা কেটে ভেতরে থাকা রক্ষীদের হুমকি দিয়ে রত্ন ও অলঙ্কার চুরি করে দুটি স্কুটারে পালিয়ে যায় তারা। গ্যাংয়ের বাকি দুই সদস্যকে খুঁজছে পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File