Louvre Museum | ল্যুভর জাদুঘর থেকে দিনেদুপুরে চুরি! দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার পুলিশের
Sunday, October 26 2025, 2:40 pm
Key Highlightsএকজনকে শার্ল ডে গুল বিমানবন্দর থেকে আটক করা হয়। ওই ব্যক্তি একটি উড়ান ধরতে যাচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।
গত রবিবার প্যারিসের ল্যুভর জাদুঘর থেকে নেপোলিয়নের স্ত্রীর মুকুট-সহ বহু মূল্যমান সামগ্রী চুরি যায়। শনিবার সন্ধ্যায় এঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করলো পুলিশ। আটক দুই ব্যক্তি প্যারিসের শ্রমিক শ্রেণি অধ্যুষিত শহরতলি, সিন-সাঁ-ডেনি-র বাসিন্দা। জানা গিয়েছে, ঐদিন চারজন চোর সিন নদীর ধারের একটি বারান্দা দিয়ে অ্যাপোলোর গ্যালারিতে ঢুকেছিল। বৈদ্যুতিক সরঞ্জাম দিয়ে জানালা কেটে ভেতরে থাকা রক্ষীদের হুমকি দিয়ে রত্ন ও অলঙ্কার চুরি করে দুটি স্কুটারে পালিয়ে যায় তারা। গ্যাংয়ের বাকি দুই সদস্যকে খুঁজছে পুলিশ।
- Related topics -
- আন্তর্জাতিক
- সংগ্রহশালা
- প্যারিস
- চুরি
- গ্রেফতার

