সেনাবাহিনীতে কাজ না পাওয়ার ক্ষোভ থেকে তাজমহলে বোমাতঙ্কের ভুয়ো ফোন যুবকের

Thursday, March 4 2021, 11:42 am
highlightKey Highlights

বৃহস্পতিবার সকালে হঠাৎ বোমাতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় তাজমহলে। পর্যটকদের বের করে দেওয়া হয় তাজমহল থেকে। বন্ধ করে দেওয়া হয় মূল ফটক। শুরু হয় তল্লাসি অভিযান। চলে আসে বোম্ব স্কোয়াড। এক যুবক সেই খবর দেয়। পড়ে কিছু খুঁজে না পাওয়ায় কল ট্রেস করে ওই যুবককে খুঁজে বের করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, সেনাবাহিনীতে কাজ না পাওয়ার ক্ষোভ থেকেই তিনি ফোনটি করেছিলেন। পরিস্থিতি স্বাভাবিক হলে বেলা ১১.১৫ তাজমহলের দরজা পুনরায় খুলে যায়। প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে তাজমহলে বোমাতঙ্ক নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। বন্ধ করে দেওয়া হয়েছে মূল ফটক। ফাঁকা করে দেওয়া হয়েছে গোটা তাজমহল চত্বর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File