T20 World Cup Winner | মুম্বইতে ' জনসমুদ্র '! ওয়াংখেড়েতে ' চাক দে ইন্ডিয়ায়' নাচল ভারতীয় ক্রিকেট টিম!

Friday, July 5 2024, 3:21 am
highlightKey Highlights

দেশে ফিরেই একাধিক কর্মসূচি সারলো বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট টিম।


দেশে ফিরেই একাধিক কর্মসূচি সারলো বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট টিম। এদিকে ক্রিকেটার ও বিশ্বকাপ দেখতে কার্যত জন - সমুদ্র তৈরি হলো মুম্বইয়ে। মেরিন ড্রাইভ থেকে ওয়াংখেড়ে স্টেডিয়াম অবধি টিম ইন্ডিয়ার জন্য ভিকট্রি প্যারেডের আয়োজন করা হয়। হুডখোলা বাসে উঠে বিশ্বকাপ ট্রফি নিয়ে সেলিব্রেট করলেন বিশ্বচ্যাম্পিয়রা। সেই সময় মুম্বইয়ের মেরিন ড্রাইভ থেকে ওয়াংখেড়ে স্টেডিয়াম অবধি রাস্তায় থিকথিক করছিল ভিড়। ওয়াংখেড়েতে পৌঁছনোর পর ভারতীয় ক্রিকেটাররা সেখানে চলতে থাকা চাক দে ইন্ডিয়া গানের তালে নাচ করতে থাকেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File