রাজ্য

Ration Card and Duare Sarkar | ২কোটি রেশন কার্ড বাতিল করলো রাজ্য সরকার! ফের চালু হবে 'দুয়ারে সরকার'!

Ration Card and Duare Sarkar | ২কোটি রেশন কার্ড বাতিল করলো রাজ্য সরকার! ফের চালু হবে 'দুয়ারে সরকার'!
Key Highlights

রেশন কার্ড নিয়ে দুর্নীতি বন্ধ করতে ২ কোটি রেশন কার্ড বাতিল করলো রাজ্য সরকার। বিনামূল্যে আর খাদ্যশস্য পাবেন না এই সকল রেশন কার্ডের মালিকরা। সেপ্টেম্বর থেকে চালু হবে 'দুয়ারে সরকার'। এবার মিলবে ৩৫টি প্রকল্পের সুবিধা।

রাজ্যে একবারে কমতে চলছে কোটি কোটি রেশন কার্ড (Ration Card)। সূত্রের খবর, প্রায় ২ কোটি রেশন কার্ড বাতিল করলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার (West Bengal Government)। রেশন কার্ড নিয়ে দুর্নীতি বন্ধ করতে বেশ উদ্যোগ নিচ্ছে সরকার। এই কারণেই এতো সংখ্যক রেশন কার্ড বাতিল করা হয়েছে বলে অনুমান।

 খাদ্য দফতর সূত্রে খবর, এই মুহূর্তে রাজ্যে মোট রেশন কার্ডের সংখ্যা ৮ কোটি ৮১ লক্ষ। এর আগে রেশন কার্ডের পরিমাণ ছিল ১০ কোটি ৫৬ লক্ষ। জানা গিয়েছে,এই দুই কোটি রেশন কার্ড বাতিল হওয়ায় রাজ্যের আর্থিক লাভ হয়েছে। কারণ এই বিপুল সংখ্যক রেশন কার্ড বাতিল হওয়ায় আনুমানিক ২ হাজার কোটি টাকা সাশ্রয় হয়েছে রাজ্য সরকারের। কিন্তু এখন প্রশ্ন, কাদের রেশন কার্ড বাটিক করা হয়েছে?

এক্ষেত্রে জানা গিয়েছে, যেসব রেশন কার্ড মৃত ব্যক্তিদের নামে রয়েছে বা যাদের নাম দুটো রেশন কার্ড রয়েছে তাদের অতিরিক্ত কার্ড বাতিল করা হয়েছে সরকারের তরফ থেকে। করোনার (Corona) সময় থেকেই কেন্দ্র (Central Government) ও রাজ্য দুই সরকারই সাধারণ রেশন কার্ড গ্রাহকদের বিনামূল্যে বিপুল পরিমাণ খাদ্যশস্য দেওয়া শুরু করে। কিন্তু তাতে লক্ষ্য করা গিয়েছে বিশাল পরিমাণ দুর্নীতি এরপর থেকেই রেশন কার্ড দুর্নীতি মুক্ত করতে তৎপর হয় সরকার।

সরকারি সূত্রে জানানো হয়েছে, ২ কোটি ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করা হয়েছিল। আজ অর্থাৎ ৩রা অগাস্ট, বৃহস্পতিবার  বিধানসভায়  রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (State Food Minister Rathin Ghosh) জানান, ইতিমধ্যেই বাতিল কার্ডগুলি নিষ্ক্রিয় করা হয়েছে। এর ফলে এই বাতিল হওয়া ২ কোটি রেশইতিমধ্যেই বাতিল কার্ডগুলি নিষ্ক্রিয় করা হয়েছে। এর ফলে এই বাতিল হওয়া ২ কোটি রেশন কান কার্ডের মালিকরা আর রেশন পাবেন না। তবে এর ফলে বেশ সুফল পাবে রাজ্য সরকার।

উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরেই ভুয়ো রেশন কার্ড নিয়ে সরকারের কাছে একাধিক অভিযোগ আসছিল। কখনও মৃত ব্যক্তির নামে রেশন কার্ড, আবার কখনও একজনের নামেই একাধিক রেশন কার্ডে বিনামূল্যে খাদ্যশস্য নেওয়ার খবর উঠে আসছিলো। এরপরই চিহ্নিত করা হয় এই ভুয়ো ২ কোটি রেশন কার্ড। 

অন্যদিকে, রাজ্যে ফের  শুরু হতে চলেছে ‘দুয়ারে সরকার’ (Duare Sarkar)। জানা গিয়েছে, ১-১৬ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে রাজ্য সরকারের এই প্রকল্প। তবে এবার বেশি পরিষেবা পেতে চলেছেন জনসাধারণ। বৃহস্পতিবার এই মর্মে নয়া নির্দেশিকা জারি করে নবান্ন (Nabanna) জানিয়েছে, মোট ৩৫টি সরকারি প্রকল্পের কাজ হবে আসন্ন ‘দুয়ারে সরকার’ শিবিরে। যার মধ্যে রয়েছে খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, শিক্ষাশ্রী, রূপশ্রী-সহ একাধিক সরকারি প্রকল্প। পাশাপাশি থাকছে পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রেশন ও বৃদ্ধদের পেনশনের প্রকল্পও। ১ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে জনসংযোগ ও আবেদনপত্র গ্রহণের কাজ। এরপর ১৮ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত আবেদনকারীদের হাতে তুলে দেওয়া হবে সার্টিফিকেট এবং প্রয়োজনীয় নথিপত্র।


AR Rahman | সঙ্গীতশিল্পী এ আর রহমানের বিবাহ বিচ্ছেদ! দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতির ঘোষণা করলেন সায়রা বানু
India vs Malaysia | আজ মুখোমুখি ভারত ও মালয়েশিয়া! কেন গুরুত্বপূর্ণ ফিফা ফ্রেন্ডলির এই ফুটবল ম্যাচ?
Jorasanko Murder | কলকাতায় গামছা পেঁচিয়ে প্রকাশ্যে খুন! MG রোডের ফুটপাথ থেকে উদ্ধার দেহ
IND vs SA । পরপর ৩ বার জয়ের মুকুট ভারতের মাথায়, অর্শদীপ বরুন হার্দিক ঝড়ে উড়ে গেলো দক্ষিণ আফ্রিকা
Kolkata Weather Update । আজ সারাদিন কেমন থাকবে শহর কলকাতা আবহাওয়া? দেখে নিন এক নজরে
India vs South Africa T20 । সঞ্জু তিলক ঝড়ে কার্যত উড়ে গেলো প্রোটিয়া শিবির, টি২০ সিরিজের ৪র্থ ম্যাচে রানের বর্ষা দুই তরুণ তুর্কির
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo