Sunita Williams | প্রতীক্ষার অবসান, মহাকাশ স্টেশনে পৌঁছলো মাস্কের রকেট, আগামী বুধেই পৃথিবীতে ফিরছেন সুনীতারা

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছে গেল এলন মাস্কের ফ্যালকন ৯ রকেট। যার মধ্যে থাকা ক্রিউ-১০ মহাকাশযানে চেপে পৃথিবীতে ফিরবেন সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোর।
গতকাল ভোর ৪:৩০ নাগাদ সুনীতাদের ফেরাতে মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করেছিল মাস্কের ফ্যালকন ৯ রকেট। আজ রবিবার সকাল ৯টা ৩৫ মিনিটে রকেটটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবতরণ করেছে। নাসা সূত্রে খবর, গোটা প্রক্রিয়া নিরাপদে সম্পন্ন হয়েছে। এই রকেটেরই ক্রিউ ১০ মহাকাশযানে চেপে আগামী বুধবার দুপুর দেড়টা নাগাদ পৃথিবীর দিকে রওনা দেবেন সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোর। চার নভোচর অ্যান ম্যাক্লেন, নিকোল আয়ার্স, তাকুয়া ওনিশি এবং কিরিল পেসকভকে কাজ বুঝিয়ে দিয়েই ফিরবেন দুই মহাকাশচারী।