US-India | ট্যারিফ হানার পর এবার ৯টি ভারতীয় কোম্পানির উপরে নিষেধাজ্ঞা জারি ট্রাম্প প্রশাসনের !
Friday, October 10 2025, 5:37 pm

ট্যারিফের পরে এবার ৯টি ভারতীয় কোম্পানির উপরে নিষেধাজ্ঞা জারি করল মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।
ইরানকে কোনঠাসা করতে বৃহস্পতিবার ৪০টি সংস্থার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে ট্রাম্প প্রশাসন। বিজ্ঞপ্তি অনুযায়ী, এই তালিকায় রয়েছে মুম্বইয়ের সিজে শাহ অ্যান্ড কোম্পানি, কেমোভিক, মোডি কেম, পারিকেম রিসোর্সেস, ইন্ডিসল মার্কেটিং, হরেশ পেট্রোকেম, শিব টেক্সকেম এবং দিল্লির বিকে সেলস কর্পোরেশন এই ৯টি ভারতীয় কোম্পানি। অভিযোগ, এই কোম্পানিগুলি ইরানের সঙ্গে ব্যবসা করছিল। ইরান থেকে বিদেশি ক্রেতাদের কাছে তেল এলপিজি পরিবহনে সহায়তা করার অভিযোগে আরও ৫০ ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজকে ‘ব্ল্যাক লিস্ট’ করা হয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- ব্যবসা বাণিজ্য
- ব্যবসায়ী
- নিষেধাজ্ঞা জারি
- ভারত
- মার্কিন যুক্তরাষ্ট্র
- ডোনাল্ড ট্রাম্প
- নরেন্দ্র মোদি