US-China Tariff War | আচমকা চিনের পণ্যের উপর ১০০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের!

শুক্রবার, ১০ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট চিনের উপরে ১০০ শতাশ অতিরিক্ত শুল্ক চাপানোর ঘোষণা করেন।
আগামী মাসেই চিনের প্রেসিডেন্ট শি জিংপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করার কথা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। শুক্রবার চিনের পণ্যের উপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্প প্রশাসনের। আগামী ১ নভেম্বর থেকেই এই শুল্ক আরোপ করা হবে বলে জানিয়েছেন তিনি। অতিরিক্ত এই শুল্কের পাশাপাশি চিনে সমস্ত জরুরি সফটওয়্যার রফতানিতেও রাশ টানা হবে। বিশ্ববাজারে বিরল মৃত্তিকা খনিজ রেয়ার 'আর্থ মিনারেল' উৎপাদন ও প্রক্রিয়াকরণের ক্ষেত্রে কার্যত একাধিপত্য চলে চিনের। ট্রাম্পের দাবি, “চিন গোটা বিশ্বকে নিজের মুঠোয় বন্দি করে রেখেছে। তাদের কোনও অধিকার নেই।"