COVID-19 | গতি বাড়াচ্ছে করোনা, ভারতে ২৪ ঘন্টায় মৃত ১১! কাঠগড়ায় কোমর্বিডিটি

Tuesday, June 17 2025, 2:49 am
highlightKey Highlights

গত ২৪ ঘণ্টায় ভারতে ১১ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। বিশেষজ্ঞরা দায়ী করছেন কোমর্বিডিটিকে।


হু হু করে বাড়ছে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা। বর্তমানে সারা দেশে অ্যাক্টিভ রোগী রয়েছেন ৭ হাজার ২৬৪ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। যা কিনা রেকর্ড। বঙ্গে চলতি বছরের জুন মাসে চারজনের মৃত্যু হয়েছে বলে খবর। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রতিটি মৃত্যুর নেপথ্যে রয়েছে নানা রকম কোমর্বিডিটি। অর্থাৎ এরা প্রত্যেকেই বহুদিন ধরে নানা কঠিন রোগে ভুগছিলেন। ঘটনাচক্রে কোভিড পজ়িটিভ হয়েছিলেন তাঁরা। তারপরেই মৃত্যু হয় তাঁদের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File