NEET-UG 2024 | আগামী শনিবারের মধ্যেই নিট-ইউজি ২০২৪-র পরীক্ষার সমস্ত ফল প্রকাশ করার জন্য এনটিএ-কে নির্দেশ দিলো সুপ্রিম কোর্ট
এনটিএ-কে নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, আগামী শনিবারের মধ্যেই নিট-ইউজি ২০২৪ সালের পরীক্ষার সমস্ত পরীক্ষার্থীর ফল প্রকাশ করতে হবে।
নিট-ইউজি মামলা নিয়ে বড় রায় দিলো শীর্ষ আদালত। এদিন এনটিএ-কে নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, আগামী শনিবারের মধ্যেই নিট-ইউজি ২০২৪ সালের পরীক্ষার সমস্ত পরীক্ষার্থীর ফল প্রকাশ করতে হবে। তবে,নিটের কাউন্সেলিং স্থগিত রাখতে অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট। সলিসিটর জেনারেল জানিয়েছেন, কাউন্সেলিংয়ে দুই তিন মাস সময় লাগবে। ২৪ জুলাই বা তার পরে কাউন্সেলিং শুরু হবে। প্রধান বিচারপতি জানান, সোমবার পরবর্তী শুনানিতে কাউন্সেলিং নিয়ে দুই পক্ষের বক্তব্য শুনবেন তাঁরা।
- Related topics -
- দেশ
- ভারত
- সুপ্রিম কোর্ট
- শীর্ষ আদালত
- নিট পরীক্ষা