Aadhaar card | আধার কার্ড কি নাগরিকত্বের প্রমাণ? কী বলছে দেশের শীর্ষ আদালত?
Monday, September 8 2025, 2:07 pm

সোমবার সুপ্রিম কোর্ট ফের একবার স্পষ্ট করে দিয়েছে, আধার কখনই নাগরিকত্বের প্রমাণ নয়।
SIR বিতর্কে বিহার। জানা গিয়েছে, বিশেষ নিবিড় সংশোধন এর ক্ষেত্রে প্রামাণ্য নথি হিসাবে আধার কার্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে আঁধারই কি নাগরিকত্বের প্রমান? সোমবার বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে, "ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে এবং ভোটারের পরিচয় প্রমাণের ক্ষেত্রে ১২তম নথি হিসাবে আধার কার্ডকে অন্তর্ভুক্ত করতে হবে। তবে আধার কখনই ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য করা হবে না।" পূর্বে এই একই মন্তব্য করেছিল বোম্বে হাইকোর্ট।
- Related topics -
- দেশ
- বিহার
- সুপ্রিম কোর্ট
- শীর্ষ আদালত
- আধার কার্ড
- ভারতীয় আধার কার্ড
- নাগরিকত্ব