Share Market | সপ্তাহের প্রথম দিন মুখ থুবড়ে পড়লো শেয়ার বাজারে! পতন বহু সেক্টরের স্টকে! কমেছে টাকার দামও!
Monday, February 10 2025, 1:40 pm

সোমবার বাজার বন্ধের সময় বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ৫২৪ পয়েন্ট কমে রয়েছে ৭৭ হাজার ৩৩৫ পয়েন্টে।
সপ্তাহের প্রথম দিন ভরাডুবি শেয়ার বাজারে। সোমবার বাজার বন্ধের সময় বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ৫২৪ পয়েন্ট কমে রয়েছে ৭৭ হাজার ৩৩৫ পয়েন্টে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি৫০ ১৭৪ পয়েন্ট কমে রয়েছে ২৩ হাজার ৩৮৫ পয়েন্টে। কমবেশি পতন হয়েছে সমস্ত সেক্টরের স্টকেরও। বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের স্টিল এবং অ্যালুমিনিয়ামে ২৫ শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণার ফলে একাধিক সংস্থার শেয়ার দর অনেকটা কমেছে। এছাড়াও টাকার দামেও পতন হয়েছে। ৪৯ পয়সা কমে মার্কিন ডলারের সাপেক্ষে টাকার দাম হয়েছে ৮৭.৯২।
- Related topics -
- অর্থনৈতিক
- অর্থনীতি
- শেয়ার বাজার
- সেনসেক্স
- ট্রাম্প
- ডোনাল্ড ট্রাম্প