Buddhadeb Bhattacharya | সংরক্ষণ করা হবে বুদ্ধদেবের সাদা অ্যাম্বাসাডর! সিলমোহরের অপেক্ষা

Monday, August 12 2024, 4:15 am
highlightKey Highlights

প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর অ্যাম্বাসাডর সংরক্ষণ করতে চলেছে রাজ্য সরকার।


প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর অ্যাম্বাসাডর সংরক্ষণ করতে চলেছে রাজ্য সরকার। সূত্রের খবর, রাজ্য সরকারের পরিবহণ দফতরের অধীনে আছে সাদা অ্যাম্বাসেডর গাড়িটি। দক্ষিণ কলকাতার এলগিন রোডে সরকারি পুলে থাকে বুদ্ধদেব ভট্টাচার্যের ব্যবহৃত গাড়িটি। বুদ্ধদেব ভট্টাচার্য তা না চড়লেও রুটিন মেনে প্রত্যেকদিন সকালে নির্দিষ্ট সময়ে এলগিন রোড থেকে পাম অ্যাভিনিউ পৌঁছে যেত তাঁর ওই বাহন। রাতে ফিরত সরকারি পুলের গ্যারাজেই। অন্যদিকে, পাম অ্যাভিনিউ রাস্তার নাম বদলে বুদ্ধদেব ভট্টাচার্য সরণী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে সকলে সিলমোহর দিলেই তা হয়ে যাবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File