Rose Valley | বেদখল হয়ে যাচ্ছে চিট ফান্ড সংস্থা রোজভ্যালির সম্পত্তি! দখলমুক্ত করতে চিঠি লিখলো ED!

অভিযোগ, বাংলা, বিহার, ওড়িশা, অসম, ত্রিপুরা, মহারাষ্ট্র, ঝাড়খণ্ডের মতো ৯টি রাজ্যে থাকা চিট ফান্ডের সম্পত্তি বেদখল হয়ে যাচ্ছে।
রোজভ্যালি চিট ফান্ডে টাকা রেখে সর্বস্ব খুইয়েছেন কয়েক লক্ষাধিক ব্যক্তি। তাদের টাকা ফেরত দিতে তিনবার রোজভ্যালি তাদের সম্পত্তি বিক্রি করেছে। কিন্তু বর্তমানে অভিযোগ, বেদখল হচ্ছে রোজভ্যালির একের পর এক সম্পত্তি। অভিযোগ, বাংলা, বিহার, ওড়িশা, অসম, ত্রিপুরা, মহারাষ্ট্র, ঝাড়খণ্ডের মতো ৯টি রাজ্যে থাকা চিট ফান্ডের সম্পত্তি বেদখল হয়ে যাচ্ছে। এই আবহে ওই সম্পত্তি দখল মুক্ত করতে চিঠি লিখল ED। যে সমস্ত সম্পত্তি ইতিমধ্যেই দখল হয়ে গিয়েছে, তা দখলমুক্ত করারও আবেদন জানানো হয়েছে।