Amul Price Drop | সত্যিকারের 'The Taste of India' ! লিটারপ্রতি দুধের দাম কমালো আমূল
Friday, January 24 2025, 3:28 pm

দুধের দাম কমালো আমূল। জনপ্রিয় এই ব্রান্ডের তিনটি বহুল বিক্রিত দুধের দাম লিটার প্রতি এক টাকা কমছে।
প্রজাতন্ত্র দিবসের আগে হাসি ফুটলো মধ্যবিত্তের মুখে। ভারতের জনপ্রিয় ব্র্যান্ড ''আমূল'' তাঁর তিনটি প্রোডাক্টের দাম কমালো। আমূলের যে তিনটি জনপ্রিয় বহুল বিক্রিত দুধের উপর নতুন দাম ধার্য হবে সেগুলি হলো, আমূল গোল্ড, আমূল তাজ়া এবং আমূল টি স্পেশাল। ৬৬ টাকার আমূল গোল্ড এখন পাওয়া যাবে লিটার প্রতি ৬৫ টাকায়। ৬৩ টাকার আমূল টি স্পেশাল দুধ এবার থেকে পাওয়া যাবে ৬২ টাকায়। আমূল তাজ়া এর লিটার প্রতি দাম দাঁড়ালো ৫৩ টাকায়।
- Related topics -
- দেশ
- আমূল
- মূল্যহ্রাস
- ভারত
- দুধ