Rupee Rises | বুধবার বাজার খোলার পরই মার্কিন ডলারের তুলনায় বাড়লো টাকার দাম

Wednesday, September 25 2024, 10:17 am
Rupee Rises | বুধবার বাজার খোলার পরই মার্কিন ডলারের তুলনায় বাড়লো টাকার দাম
highlightKey Highlights

বুধবার বাজার খোলার পর ডলারের সাপেক্ষে টাকার দাম ১০ পয়সা বেড়েছে।


 ডলারের সাপেক্ষে ক্ষমতা বাড়ল টাকার দামের। বুধবার বাজার খোলার পর ডলারের সাপেক্ষে টাকার দাম ১০ পয়সা বেড়েছে। ফলে ডলারের সাপেক্ষে টাকার দাম হয়েছে ৮৩.৫৩। ফরেক্স ট্রেডার্সরা জানাচ্ছেন, মার্কিন নাগরিকদের খরচ করার মানসিকতায় ঘাটতি হওয়ার পর মার্কিন ডলার প্রধান মুদ্রাগুলির তুলনায় দুর্বল হয়ে পড়েছে। এবং ডলার ইন্ডেক্সে পতন গত তিন বছরে সবথেকে বেশি। এশিয়ান এবং ইউরোপিয়ান বিভিন্ন মুদ্রার তুলনায় মার্কিন ডলার দুর্বল হওয়ার জেরেই ভারতীয় মুদ্রার দাম বাড়ল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File