Flight Emergency Landing | বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল হাওয়াইয়ান এয়ারলাইন্সের বিমান; জখম ৩৬

Monday, December 19 2022, 8:38 am
highlightKey Highlights

Daniel K. Inouye International Airport : রবিবার ফিনিক্স থেকে হনলুলুতে হাওয়াইয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট মারাত্মক অসুবিধার মুখে পরার ফলে ৩৬ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।


কোম্পানি ইনসাইডারকে দেওয়া এক বিবৃতি অনুযায়ী, হাওয়াইয়ান এয়ারলাইন্সের ফ্লাইট 35 সকাল ১০টা বেজে ৫০মিনিটে হাওয়াইতে অবতরণের ঠিক কিছু সময় আগে অসুবিধা অনুভব করে। এয়ারলাইনটি জানিয়েছে যে ১৩ জন যাত্রী এবং ৩ জন ক্রু সদস্যকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এবং আরও কয়েকজনকে সামান্য আহত অবস্থায় বিমানবন্দরে চিকিৎসা দেওয়া হয়েছে।

অন্যদিকে হনলুলু জরুরী পরিষেবা বিভাগের পরিচালক জিম আয়ারল্যান্ড রিপোর্ট অনুযায়ী, কমপক্ষে ৩৬ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১১ জনের গুরুতর আঘাত রয়েছে। উল্লেখ্য, যে সকল যাত্রীরা জখম হয়েছে, তাদের আঘাতের মধ্যে মাথায় আঘাত, কাটা, ক্ষত এবং বমি বমি ভাব অন্তর্ভুক্ত। একজন ব্যক্তি অজ্ঞানও হয়ে পড়েছিলেন, হএক সংবাদ সম্মেলনে বলেছেন।

Not all passengers were secured in their seats when the plane ran into turbulence.
Not all passengers were secured in their seats when the plane ran into turbulence.

The airline is supporting all affected passengers and employees and will provide additional information as it becomes available.

Hawaiian Airlines said in a statement

বিমাটিতে ১০ জন ক্রু সদস্য সহ মোট ২৭৮ জন যাত্রী ছিলেন। সোশ্যাল মিডিয়ায় বিমানের কেবিনের একটি ক্ষতিগ্রস্ত ছাদ দেখা গেছে এবং পাশাপাশি যাত্রীদের জরুরি পরিষেবার মাধ্যমে বিমানবন্দর থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

দুর্ঘটনাগ্রস্থ বিমানের এক যাত্রী সংবাদমাধ্যমকে তাঁর ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তিনি বক্তব্য অনুযায়ী, ঘটনার দিন বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। ঘূর্ণিঝড়ের কবলে পড়ার সঙ্গে সঙ্গে বিমানটি দুলতে থাকে। যাত্রীদের অনেকেই সিটবেল্ট বাধার সুযোগ পাননি বলে দাবি করেন। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File