New Orleans Car Attack । নববর্ষের ভোরে বেপরোয়া গুলি চালানো দুষ্কৃতী আসলে ISIS জঙ্গি : FBI
নিউ অরলিন্সে ভিড়ে ট্রাক চালিয়ে দিয়ে এবং গুলি চালিয়ে অন্তত ১৫ জনকে খুন করেছে এক দষ্কৃতী। যে গাড়িতে করে শামসুদ্দিন এই কাণ্ড ঘটিয়েছে, তাতে আইএসআইএস এর পতাকা পাওয়া গিয়েছে, জানিয়েছে এফবিআই।
নববর্ষের ভোরে নিউ অরলিন্সে নববর্ষ পালনকারীদের ভিড়ে ট্রাক চালিয়ে দিয়ে এবং গুলি চালিয়ে অন্তত ১৫ জনকে খুন করেছে শামসুদ্দিন। এফবিআই সূত্রে খবর, যে গাড়িতে করে শামসুদ্দিন এই কাণ্ড ঘটিয়েছে, তাতে আইএসআইএস এর পতাকা পাওয়া গিয়েছে। ৪২ বছর বয়সি শামসুদ্দিন জব্বর পুলিশি এনকাউন্টারে মারা গিয়েছে। শামসুদ্দিন এক সময় সেনায় আইটি বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছিল। বর্তমানে সে টেক্সাসের হিউস্টনে রিয়েল এস্টেট এজেনট হিসেবে কাজ করছিল। পুলিশ সুপার অ্যান কার্কপ্যাট্রিক শামসুদ্দিনকে 'জঙ্গি' আখ্যা দিয়েছেন।