Patna | ইন্দ্রপুরীর ২ শিশু হত্যাকাণ্ডে বিক্ষোভ পাটনার জনতার, জ্বালানো হলো পুলিশভ্যান, আহত ৫ পুলিশকর্মী

Tuesday, August 26 2025, 4:44 am
highlightKey Highlights

ইন্দ্রপুরীর ২ শিশু হত্যার ঘটনার অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবিতে সোমবার রাতভর বিক্ষোভ দেখান পাটনার জনতা।


গত ১৫ আগস্ট পাটনার ইন্দ্রপুরী এলাকায় একটি গাড়ির ভিতরে ২ শিশুর দেহ উদ্ধার হয়। শিশুমৃত্যুর মতো স্পর্শকাতর হত্যাকাণ্ডে মূল অভিযুক্তদের এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবিতে সোমবার রাতভর বিক্ষোভ দেখান পাটনার জনতা। পুলিশের গাড়িতে আগুন লাগানো হয়। পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। তাঁদের আক্রমণে ৫ জন পুলিশকর্মী গুরুতর আহত হয়েছেন বলে খবর। হিংসা ছড়ানোর অভিযোগে ইতিমধ্যেই ১০ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পাটনা পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File