One Big Beautiful Bill | মার্কিন কংগ্রেসে পাশ হলো 'ওয়ান বিগ বিউটিফুল বিল'! রাজনৈতিক জয় ট্রাম্পের
Friday, July 4 2025, 4:23 am

শেষ পর্যন্ত ২১৮-২১৪ ভোটে মার্কিন কংগ্রেসে পাশ হয়ে গিয়েছে ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’। স্বাধীনতা দিবসের আগের দিন অর্থাৎ শুক্রবার বিলে সই করবেন ট্রাম্প।
শেষ অবধি ২১৮:২১৪ অর্থাৎ মাত্র ৪ ভোটে পাশ হয়ে গিয়েছে ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’। বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসে বিল পাশ হয়েছে। স্বাধীনতা দিবসের আগের দিন, শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প বিলে সই করলেই তা আইনে পরিণত হবে। এই বিল পাশের উদ্দেশ্য কর ও সরকারের ব্যয় সংকোচ। গত সোমবার বিলের কথা উঠতেই ট্রাম্পের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন মাস্ক। তাঁর দাবি ছিল এই বিল কার্যকর হল আমেরিকার ঋণের অঙ্ক বাড়বে, জনকল্যাণমুখী প্রকল্পগুলি ধাক্কা খাবে। ওজর আপত্তি সত্বেও বিল পাশ ট্রাম্পের রাজনৈতিক জয়, দাবি ওয়াকিবহাল মহলের।
- Related topics -
- আন্তর্জাতিক
- donald trump
- ট্রাম্প
- মার্কিন নির্বাচন 2025
- মার্কিন প্রেসিডেন্ট
- মার্কিন যুক্তরাষ্ট্র
- কংগ্রেস
- ইলন মাস্ক
- আইন