Bus Strike | ত্রিপাক্ষিক বৈঠকেও লাভ হলো না, ধর্মঘটে অনড় বাস মালিক সংগঠন!
Wednesday, May 21 2025, 5:13 am
 Key Highlights
Key Highlightsত্রিপাক্ষিক বৈঠকে বাস মালিকদের দাবিগুলি নিয়ে কোনও সিদ্ধান্তের কথা জানাতে পারেনি পুলিশ ও পরিবহণ দপ্তরের কর্তারা। আর এতেই ভেস্তে যায় বৈঠক।
বাস মালিক সংগঠনের সাথে বৈঠকে বসেছিলেন পরিবহণ দপ্তর ও পুলিশ প্রশাসন। তবে বাস মালিকদের দাবিগুলি নিয়ে কোনও সিদ্ধান্তের কথা জানাতে না পারায় ভেস্তে গিয়েছে বৈঠক। এর জেরে ৭২ ঘণ্টার বাস ধর্মঘটে অনড় রইলেন বাস মালিকরা। অচলাবস্থা রুখতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছে বাস মালিক সংগঠন। উল্লেখ্য, ভাড়া বৃদ্ধি, পুরনো বাসগুলিকে অতিরিক্ত দু’বছর চলতে দেওয়া ইত্যাদি দাবিতে ২২ মে থেকে ২৪ মে পর্যন্ত বাস ধর্মঘটের ডাক দিয়েছে বাস মালিক সংগঠন।

 
 