Hurricane Kirk । হাওয়ার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৯৫ কিমি! ক্রমশ শক্তিশালী হচ্ছে ক্যাটেগরি ৩ এর 'হারিকেন কির্ক'
ধেয়ে আসছে 'হারিকেন কির্ক'! ক্যাটেগরি ৩ এর এই হারিকেন ক্রমশ শক্তিশালী হচ্ছে।
ধেয়ে আসছে 'হারিকেন কির্ক'! ক্যাটেগরি ৩ এর এই হারিকেন ক্রমশ শক্তিশালী হচ্ছে। গতকাল, বুধবারই আটলান্টিক ওশেনে ক্রমশ শক্তিশালী হয়ে উঠেছে ক্যাটেগরি ৩ হারিকেন কির্ক। তবেএটি ল্যান্ড এরিয়ায় কোনও ধ্বংসলীলা ঘটাবে তা এখনও জানাননি আবহাওয়াবিদরা। তবে, ঝড়টি যেরকম গতিশক্তি নিয়ে এগিয়ে আসছে তাতে এটি প্রাণঘাতী এক হারিকেনে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, ঝড়টি উপকূল থেকে এখনও প্রায় ২০০০ কিমি দূরে। এই হ্যারিকেনের হাওয়ার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৯৫ কিমি!
- Related topics -
- আবহাওয়া
- আবহাওয়া দফতর
- আবহাওয়া দফতর
- হ্যারিকেন
- ঘূর্ণিঝড়