Ahmedabad Plane Crash | প্রকাশ্যে অভিশপ্ত বিমানের পাইলটের ‘লাস্ট মেসেজ’! কী বলেছিলেন তিনি?

Saturday, June 14 2025, 1:38 pm
Ahmedabad Plane Crash | প্রকাশ্যে অভিশপ্ত বিমানের পাইলটের ‘লাস্ট মেসেজ’! কী বলেছিলেন তিনি?
highlightKey Highlights

সাংবাদিক বৈঠকে বিমান মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানের ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল শেষ কথা বলেছিলেন, ‘মে-ডে...মে-ডে’।


বৃহস্পতিবার দুপুর ১টা ৩৮ মিনিটে আমেদাবাদের রানওয়ে থেকে টেক অফের সময় ২৪২জন যাত্রীসহ লোকালয়ে ভেঙে পড়ে এআই ১৭১। এঘটনায় ক্যাপ্টেন এবং ক্রিউ মেম্বার সহ প্রাণ গিয়েছে ২৪১ জনের। বরাতজোরে বেঁচেছেন ১ যাত্রী। ইতিমধ্যেই উদ্ধার হয়েছে বিমানে ব্ল্যাক বক্স। শনিবার অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক জানালেন এটিসির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগের মুহূর্তে কী জানিয়েছিলেন ফ্লাইট ক্যাপ্টেন। দুর্ঘটনাগ্রস্ত বিমানের ক্যাপ্টেন সুমিত সাভারওয়ালের শেষ মেসেজ ছিল, ‘মে ডে...মে ডে’। পরমুহূর্তেই আছড়ে পড়ে বিমানটি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File