ISRO । মহাকাশে চাষ হবে বরবটি! দিশা দেখালো ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো
Sunday, January 5 2025, 4:34 pm
Key Highlights
ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো (ISRO) ইতিমধ্যেই মহাকাশে বরবটির বীজটি অঙ্কুরিতও হয়েছে।
মহাকাশে নতুন ফসল ফলাবে ইসরো। মহাকাশে ফসল ফলাতে পরীক্ষামূলক ভাবে সক্রিয় থার্মাল কন্ট্রোলে আটটি বরবটির বীজ বাক্সবন্দি করে পেলোডে স্পেস ট্র্যাভেলের জন্য পাঠানো হয়। প্রতি মুহূর্তের নজরদারির জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যামেরার নজরদারি ছিল। অক্সিজেনের মাত্রা, কার্বনডাইঅক্সাইডের পরিমাণ, আর্দ্রতা ইত্যাদি প্রতিমুহূর্তে চেক করার জন্যে বিশেষ প্রযুক্তির ব্যবহার করা হয়। সাফল্য এসেছে। মহাকাশে বরবটির বীজ অঙ্কুরিতও হয়েছে। পরীক্ষামূলক ভাবে মহাকাশে যদি ফসল ফলে তাহলে এই স্পেস এগ্রিকালচারে বিশ্বকে নয়া দিশা দেখাবে ভারত।