Syria | উত্তপ্ত সিরিয়া ছাড়তে সতর্কতা জারি করল ভারত সরকার! চালু হেল্পলাইন নম্বরও
সিরিয়ার ভয়াবহ পরিস্থিতির মুখে ভারত সরকার দেশে ফিরে আসার জরুরি নির্দেশ জারি করেছে।
রাশিয়া ও ইরান সমর্থিত বাসার আল আসাদের সরকারকে উৎখাত করতে উদ্যত বিভিন্ন জঙ্গি গোষ্ঠী। যে কোনও মুহূর্তেই সিরিয়ার ক্ষমতা দখল করতে পারে তারা। এই আবহে উত্তপ্ত সিরিয়া ছাড়তে সতর্কতা জারি করল ভারত সরকার। বিশেষ প্রয়োজন ছাড়া ভ্রমণেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি বিদেশ মন্ত্রকের তরফে জারি করা হয়েছে ইমার্জেন্সি হেল্পলাইন নম্বরও। সিরিয়ায় এই মুহূর্তে যত সংখ্যক ভারতীয় রয়েছেন, তাদের দামাস্কাসে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- সিরিয়া
- ভারত
- দেশ
- ভারত সরকার
- জঙ্গি হামলা