ICC Meeting WTC | ভারতের ভাগ্যে শিঁকে ছিড়লো না, WTC ফাইনাল আয়োজনের দায়িত্ব পেলো ইংল্যান্ড!

Sunday, July 20 2025, 6:04 pm
ICC Meeting WTC | ভারতের ভাগ্যে শিঁকে ছিড়লো না, WTC ফাইনাল আয়োজনের দায়িত্ব পেলো ইংল্যান্ড!
highlightKey Highlights

সিঙ্গাপুরে ICC-র বার্ষিক সাধারণ সভায় সিদ্ধান্ত হয়েছে, WTC ফাইনালের পরবর্তী তিনটে ফাইনাল আয়োজন করবে ইংল্যান্ড।


সম্প্রতি সিঙ্গাপুরে ICCর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মিটিং শেষে ICC প্রেস বিজ্ঞপ্তিতে জানালো, ‘বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডকে আগামী তিনটে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজনের দায়িত্ব দেওয়া হলো। ইংল্যান্ডের তিনটে আলাদা আলাদা ভেন্যুতে ম্যাচগুলো আয়োজিত হবে।’ ২০৩১ সাল অবধি ইংল্যান্ডের হাতেই দেওয়া হলো WTC ফাইনাল আয়োজনের দায়িত্ব। এই বিষয়টা নিয়ে আপত্তি জানিয়েছিল BCCI এবং ভারতের ক্রিকেট ভক্তরা। যদিও কোনো যুক্তি তোলেনি ICC।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File