Chinmay Prabhu | এবার ঢাকার হাইকোর্টে হবে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি!
জানা গিয়েছে, আগামী সোমবার অর্থাৎ ২০ জানুয়ারি মামলার শুনানি হবে হাইকোর্টে।
সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি হবে ঢাকার হাইকোর্টে! এর আগে তাঁর জামিন মামলার শুনানি বারবার পিছিয়ে গিয়েছে চট্টগ্রামের নিম্ন আদালতে। শেষে শুনানি হলেও, জামিন খারিজ হয়ে যায়। এরপরই আইনজীবীরা উচ্চ আদালতে আপিল করার সিদ্ধান্ত নেন। জানা গিয়েছে, আগামী সোমবার অর্থাৎ ২০ জানুয়ারি মামলার শুনানি হবে হাইকোর্টে। উল্লেখ্য, গত ২৫ নভেম্বর ঢাকার বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করা চিন্ময় প্রভুকে। ২৬ তারিখ তাঁকে চট্টগ্রামের আদালতে তুলে আনা হয় রাষ্ট্রদ্রোহ মামলা। এই ঘটনায় ক্ষুব্ধ হয় দুই বাংলার হিন্দুরা।
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- ঢাকা
- আদালত
- হাইকোর্ট