Dhaka University | ঢাকায় সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের নারীর মাথাই ঢাকা হলো কালো হিজাব দিয়ে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের নারী মূর্তির মাথা হিজাবে ঢেকে দেওয়ার ঘটনায় নারীর অধিকার ও স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের নারীর মাথাই ঢাকা হলো কালো হিজাব দিয়ে। অনেকেই প্রশ্ন তুলছেন, নারীর অধিকার, স্বাধীনতা নিয়ে। যদিও এই ঘটনার নেপথ্যে কে বা কারা রয়েছেন তা এখনও জানা যায়নি। অভিযোগ, রবিবার রাতে হঠাৎই দেখা যায় ভাস্কর্যের নারীর মাথা কালো কাপড় দিয়ে হিজাবের মতো করে মোড়ানো। এরপর কালো কাপড় নামিয়ে ফেলা হয়। ইতিমধ্যেই ঘটনায় জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- ঢাকা