Indian Hockey Team | লক্ষ্য ২০৪২ সালের শীতকালীন অলিম্পিক্স! প্রস্তুত করা হচ্ছে আইস হকির কোচ ও খেলোয়াড়দের
কোচেদের কোচিং দেবেন ড্যারিল ইসন। যিনি ইংল্যান্ড, হাঙ্গারির জাতীয় টিমের কোচও ছিলেন।
এবার আইস হকিতেও বাজিমাত করতে উদ্যোগী ভারত। এ বছরের গোড়ায় লাদাখে আয়োজিত হয়েছিল প্রথম রয়্যাল এনফিল্ড আইস হকি লিগ এবং স্পিতি কাপ। লাদাখে এবার প্রস্তুতি চলছে দ্বিতীয় লিগের। আর এই টুর্নামেন্টগুলির আসল লক্ষ্য ২০৪২ সালের শীতকালীন অলিম্পিক্স! ২০০৯ সালে ভারতের আইস হকি টিম প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে যায়। কিন্তু তাতে বড় সাফল্য আসেনি। এর জন্ই তৃণমূল স্তর থেকে তৈরী করা হচ্ছে কোচ এবং খেলোয়াড়দের। কোচেদের কোচিং দেবেন ড্যারিল ইসন। যিনি ইংল্যান্ড, হাঙ্গারির জাতীয় টিমের কোচও ছিলেন।
- Related topics -
- খেলাধুলা
- হকি
- ভারতীয় হকি টিম
- ভারতীয় হকি দল