Gaza | "রাজায় রাজায় যুদ্ধ হয়..", লাগাতার ইজরায়েলি হামলা, গাজায় অনাহারে মৃত শিশু সহ ১২২
Saturday, July 26 2025, 3:20 am
Key Highlightsরাষ্ট্রপুঞ্জের বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) সতর্ক করে জানিয়েছে, গাজ়ার জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ মানুষ দীর্ঘদিন ধরে ক্ষুধার্ত।
ইজরায়েলি হামলায় ইতিমধ্যে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে গাজায়। দেখা দিয়েছে খাদ্যসংকট। রাষ্ট্রপুঞ্জের বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) সতর্ক করে জানিয়েছে, গাজ়ার জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ মানুষ দীর্ঘদিন ধরে ক্ষুধার্ত এবং অপুষ্টির শিকার। গাজার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এখনও অবধি গাজ়ায় অন্তত ১২২ জন অপুষ্টিতে প্রাণ হারিয়েছেন। মৃত ১২২ জনের মধ্যে ২ জন শিশুও রয়েছে। গত ২৪ ঘণ্টায় না খেতে পেয়ে গাজায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এখনও অবধি অনাহারে মৃত্যু হয়েছে ৮৩ শিশুর।
- Related topics -
- আন্তর্জাতিক
- গাজা
- ইজরায়েল
- যুদ্ধ
- মৃত্যু
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা

