IPL 2025 | শেষ হলো আইপিল ২০২৫-এর প্রথম সপ্তাহ! রান রেটের তালিকায় কোন দল রয়েছে কোন স্থানে?
Friday, March 28 2025, 11:43 am
Key Highlightsনেগেটিভে ০.৩০৮ রান রেট নিয়ে সপ্তম স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স।
আইপিল ২০২৫ এর প্রথম সপ্তাহ শেষ। এই এক সপ্তাহে এখনও পর্যন্ত প্রতিটা দল একটি করে ম্যাচ খেলেছে এবং চারটে দল দুটো করে ম্যাচ খেলেছে। যার মধ্যে রাজস্থান রয়্যালস একটিও ম্যাচ জেতেনি। চলতি মরশুমে প্রথম ম্যাচটা জিতেছে আরসিবি। ২ পয়েন্ট নিয়ে এখনও পর্যন্ত শীর্ষে আছে বেঙ্গালুরু। তাদের নেট রান রেট +২.১৩৭। +০.৯৬৩ রান রেট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লখনউ সুপার জায়ান্টস। বেঙ্গালুরু, লখনউ, পঞ্জাব, চেন্নাই, দিল্লির নেট রান রেট পজ়িটিভে রয়েছে। কিন্তু নেগেটিভে ০.৩০৮ রান রেট নিয়ে সপ্তম স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স।

