Rice ATM | বোতাম টিপলে টাকা নয়, বেরোবে শস্য!ওড়িশাতে চালু হলো ভারতের প্রথম শস্য এটিএম

Saturday, August 10 2024, 3:03 am
highlightKey Highlights

ভারতে চালু হলো প্রথম শস্য এটিএম। এই বিশেষ ATM-র বোতাম টিপলে টাকা নয় বেরোবে শস্য।


ভারতে চালু হলো প্রথম শস্য এটিএম! সম্প্রতি ওড়িশার খাদ্য সরবরাহ ও ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী ক্রুশনাচন্দ্র পাত্র ও ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের ডেপুটি ডিরেক্টর নোজোমি হাশিমোটো ভুবনেশ্বরে এই শস্য এটিএম-এর উদ্বোধন করেন। মঞ্চেশ্বরে একটি গুদামে বসানো হয়েছে এই শস্য এটিএম-টি। এই বিশেষ ATM-র বোতাম টিপলে টাকা নয় বেরোবে শস্য। গ্রাহককে টাচস্ক্রিন ডিসপ্লে-তে নিজের রেশন কার্ডের নম্বর বসাত হবে। বায়োমেট্রিক প্রমাণীকরণের পর ২৫ কেজি পর্যন্ত চাল সংগ্রহ করতে পারবেন রেশন কার্ডধারী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File