Bird Flu Vaccine | বিশ্বে প্রথম বার্ড ফ্লুয়ের হিউম্যান ভ্যাকসিন দেবে ফিনল্যান্ড! ১৫টি দেশের জন্য তৈরী হয়েছে ৪ কোটি ডোজ় প্রতিষেধক!
Friday, June 28 2024, 8:23 am

বিশ্বে প্রথম বার্ড ফ্লুয়ের হিউম্যান ভ্যাকসিন দেওয়া শুরু করতে চলেছে ফিনল্যান্ড প্রশাসন।
বিশ্বে প্রথম বার্ড ফ্লুয়ের হিউম্যান ভ্যাকসিন দেওয়া শুরু করতে চলেছে ফিনল্যান্ড প্রশাসন। আগামী সপ্তাহ থেকেই এই কর্মসূচি চালু করা হবে।প্রতিটি টিকায় থাকছে দু'টি করে ইঞ্জেকশন। যাঁরা পেশাগত কারণে পাখি ও পশুদের সংস্পর্শে থাকতে বাধ্য হন, তাঁদেরই এই টিকা দেওয়া হবে। 'সিএসএল সেকিরাস' নামে অস্ট্রেলিয়ার ওই সংস্থা ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত ১৫টি দেশের জন্য সম্প্রতি ৪ কোটি ডোজ় প্রতিষেধক তৈরি করেছে। তবে বিশেষজ্ঞদের একাংশের প্রশ্ন টিকার জন্য কোনও তৃতীয় সঙ্কর প্রজাতির অ্যান্টিজেন তৈরি হয়ে যাবে না তো?
- Related topics -
- আন্তর্জাতিক
- স্বাস্থ্য
- টিকাকরণ
- বার্ড ফ্লু