Stock Market | উৎসবের মধ্যেই অনেকটা পড়ল স্টক এক্সচেঞ্জের সূচক! চিন্তা বাড়ল লগ্নিকারীদের
Thursday, October 31 2024, 3:08 pm

আলোর উৎসবে ধাক্কা স্টক মার্কেটে! বুধ এবং বৃহস্পতিবার অনেকটা পড়ল স্টক এক্সচেঞ্জের সূচক।
আলোর উৎসবে ধাক্কা স্টক মার্কেটে! বুধ এবং বৃহস্পতিবার অনেকটা পড়ল স্টক এক্সচেঞ্জের সূচক। বৃহস্পতিবার বাজার খোলার সময় সেনসেক্স ছিল ৭৯ হাজার ৯৪২ পয়েন্টে। কিন্তু সকাল থেকেই সেনসেক্স পড়তে শুরু করে। বাজার বন্ধের সময় সেনসেক্স রয়েছে ৭৯ হাজার ৩৮৯ পয়েন্টে। দিওয়ালি উপলক্ষে শুক্রবার বাজার বন্ধ। তবে ১ নভেম্বর সন্ধ্যায় হবে মুহুরত ট্রেডিং। তার আগে দালাল স্ট্রিটের ধস নিশ্চিত ভাবে লগ্নিকারীদের চিন্তা বাড়বে।
- Related topics -
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- অর্থনীতি
- অর্থনৈতিক