RG Kar । আবার আতঙ্ক আরজিকরে! এবার ভেঙে পড়লো হাসপাতালের OT রুমের ফলস সিলিং

Friday, November 22 2024, 1:55 pm
highlightKey Highlights

মাস ঘুরেও খবরের শিরোনাম থেকে মুক্তি নেই আরজিকরের। রক্ষণাবেক্ষণের অভাবে হাসপাতালের OT রুমের ফলস সিলিং ভেঙে পড়লো ।


মাস ঘুরেও খবরের শিরোনাম থেকে মুক্তি নেই আরজিকরের। এবার ভেঙে পড়লো হাসপাতালের OT রুমের ফলস সিলিং। হাসপাতাল সূত্রে খবর, আরজিকরের এমার্জেন্সি বিল্ডিংয়ের দোতলায় ৪টি OT রুম আছে। তার মধ্যে ৩ নম্বর ঘরের ফলস সিলিংয়ের বেশ খানিকটা অংশ ভেঙে পড়েছে এদিন। মাস ছয়েক আগে সিলিংয়ের কিছুটা অংশ ভেঙে পড়ায় এযাবৎ বন্ধই ছিল ঘরটি। ফলে কেউ ক্ষতিগ্রস্ত হয়নি। রক্ষণাবেক্ষণের অভাবেই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে হাসপাতাল কতৃপক্ষ।  




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File