রাজ্য

Enumeration Forms | এবার এনুমারেশন ফর্ম মিলবে অনলাইনেও, কোথায় পাবেন, কীভাবে ফিল-আপ করবেন?

Enumeration Forms | এবার এনুমারেশন ফর্ম মিলবে অনলাইনেও, কোথায় পাবেন, কীভাবে ফিল-আপ করবেন?
Key Highlights

পিটিআই সূত্রে খবর, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ওয়েবসাইট বা অ্যাপে মিলবে এনুমারেশন ফর্ম।

রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের প্রক্রিয়া শুরু হয়েছে। বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম দিয়ে আসছেন BLOরা। কমিশন জানিয়েছিল, অনলাইনেও পাওয়া যাবে ফর্ম। তবে মঙ্গলবারও অনলাইন পরিষেবা চালু হয়নি। যদিও কমিশন জানিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে কমিশনের অ্যাপ (ECI-Net) এও এনুমারেশন ফর্ম পাওয়া যাবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তরের ওয়েবসাইটে মিলবে এনুমারেশন ফর্ম। যে সমস্ত ভোটার কর্মসূত্রে বাড়ি থেকে দূরে রয়েছেন তাঁরাই অনলাইনে ফর্ম পূরণ করে জমা দেবেন।