Bihar | বিহারে প্রকাশিত হলো সংশোধিত ভোটার তালিকার খসড়া, সংসদে আলোচনার দাবি বিরোধীদের

Friday, August 1 2025, 2:35 pm
highlightKey Highlights

শুক্রবার বিহারের সংশোধিত ভোটার তালিকার খসড়া প্রকাশ করল নির্বাচন কমিশন।


বিহারে ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’এর কাজ করছে নির্বাচন কমিশন। শুক্রবার দুপুর তিনটে নাগাদ বিহারের সংশোধিত ভোটার তালিকার খসড়া প্রকাশ করল নির্বাচন কমিশন। কমিশন তাদের ওয়েবসাইটে খসড়া তালিকাটি প্রকাশ করেছে। পাশাপাশি এদিন সকাল ১১টা নাগাদ ৩৮ জন জেলাশাসকদের মাধ্যমে সকল রাজনৈতিক দলগুলির হাতেও তুলে দেওয়া হয়েছে তালিকা। তালিকায় রয়েছে রাজ্যের ২৪৩টি বিধানসভা কেন্দ্রের মোট ৯০ হাজার ৮১৭টি বুথের পরিসংখ্যান। এই তালিকা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। এই তালিকা নিয়ে লোকসভায় আলোচনার জন্য স্পিকারকে চিঠি দিয়েছে বিরোধীরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File