Bangladesh Satyajit Ray’s House | কেন্দ্রের হস্তক্ষেপে থামলো সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি ভাঙার কাজ!

ভারত সরকারের তরফে সত্য়জিৎ রায়ের পৈতৃক ভিটে সংস্কারের কাজে সহযোগিতার প্রস্তাবও দেওয়া হয়।
হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে হামলার মুখে পড়েছে একের পর এক বিশিষ্ট ব্যক্তিদের বাড়িঘর। এবার সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়িতে হাত দিয়েছে ইউনুস সরকার। বাংলাদেশের ময়মনসিংহ জেলায় হরিকিশোর রায় চৌধুরী রোডে সত্যজিৎ রায়ের ঠাকুরদা সাহিত্যিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর বাড়ি অবস্থিত। এই বাড়ি বাংলাদেশ শিশু অ্যাকাডেমির ভবন হিসেবে ব্যবহৃত হত। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হতেই নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় সরকার। ইউনুস সরকারকে সংস্কার ও পুনর্নির্মাণ করে সাহিত্যের মিউজিয়াম গড়ার প্রস্তাব দিয়েছে ভারত।