Delhi 10/11 Blast | দিল্লির বিস্ফোরণ 'সন্ত্রাসবাদী হামলা'ই, স্বীকার করলো কেন্দ্রীয় মন্ত্রিসভা

কেন্দ্রীয় সরকার জানিয়ে দিল যে সোমবার, ১০ নভেম্বর দিল্লিতে হওয়া বিস্ফোরণ আসলে ঘৃণ্য সন্ত্রাসবাদী হামলাই ছিল।
১০ নভেম্বর, সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লার অদূরেই পরপর তিনটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত ২০ জনেরও বেশি। বুধবার ভুটান সফর থেকে ফিরেই বিস্ফোরণে আহতদের সঙ্গে দেখা করতে যান প্র্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিকেলে নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠক বসে। এই বৈঠকেই দিল্লিতে হওয়া বিস্ফোরণকে 'ঘৃণ্য সন্ত্রাসবাদী হামলা' বলে স্বীকার করলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি আরও বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।
