South Korea Wildfire | গত শুক্রবার থেকে জ্বলছে বিস্তৃণ এলাকা! দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ২৬! পুড়ে গিয়েছে ৩৬,০১০ হেক্টর জমি!

গত শুক্রবার থেকে দক্ষিণ কোরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণের কাজে নেমেছেন প্রায় ৯ হাজারের বেশি কর্মী।
পার হয়েছে ৬দিন, এখনও জ্বলছে দক্ষিণ কোরিয়ার বিস্তীর্ণ এলাকা! দাবানলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬! বাড়ি হারিয়েছেন প্রায় ৩৭,০০০ জন, পুড়ে গিয়েছে ৩০০র বেশি বাড়ি। গত শুক্রবার থেকে দক্ষিণ কোরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণের কাজে নেমেছেন প্রায় ৯ হাজারের বেশি কর্মী। মোতায়েন করা হয়েছে প্রায় ১২০টি হেলিকপ্টার। কিন্তু প্রায় এক সপ্তাহ পেরোতে চললেও এখনও পুরোপুরি আগুন নেভানো সম্ভব হয়নি। কোরিয়ার বন দফতর সূত্রে খবর, ভয়াবহ এই দাবানলে পুড়ে গিয়েছে ৩৬,০১০ হেক্টর জমি।
- Related topics -
- আন্তর্জাতিক
- দক্ষিণ কোরিয়া
- দাবানল
- অগ্নিকান্ড
- মৃত্যু
- প্রাকৃতিক দুর্যোগ