Supreme Court | দেশের বিচারব্যবস্থা অন্ধ নয়, এই বার্তা দিয়ে বদলে গেল লেডি জাস্টিসের মূর্তি! খুললো চোখের বাঁধন
Wednesday, October 16 2024, 2:58 pm
Key Highlights
দেশের বিচারব্যবস্থা অন্ধ নয়, এই বার্তা দিতেই বদলে গেল ভারতের বিচারব্যবস্থার প্রতীক।
বদলে গেল লেডি জাস্টিসের মূর্তি। দেশের বিচারব্যবস্থা অন্ধ নয়, এই বার্তা দিতেই বদলে গেল ভারতের বিচারব্যবস্থার প্রতীক। নতুন মূর্তিতে লেডি জাস্টিসের চোখের বাঁধন সরিয়ে দেওয়া হয়েছে। হাত থেকে তরবারি সরিয়ে রাখা হয়েছে ভারতীয় সংবিধান। প্রধান বিচারপতির নির্দেশেই লাইব্রেরিতে নতুন মূর্তি রাখা হয়েছে। বিচারের প্রতীক হিসাবে গোটা দেশে ব্যবহৃত লেডি জাস্টিসের পুরোনো মূর্তির একহাতে ছিল দাঁড়িপাল্লা, যুক্তির তুল্যমূল্য বিচার বোঝাতে। অন্যহাতে ছিল তরবারি, যার অর্থ দণ্ড। লেডি জাস্টিসের দুই চোখ কাপড়ে ঢাকা ছিল বিচারব্যবস্থার নিরপেক্ষতা বোঝাতে।
- Related topics -
- দেশ
- ভারত
- সুপ্রিম কোর্ট
- শীর্ষ আদালত