Employment and Banking System । গত এক বছরে কমেছে ভারতের বিদেশি বিনিয়োগ! রপ্তানি কমেছে ১৪ শতাংশ! মূল্যবৃদ্ধির কারণে ফিক্সড ডিপোজিটেও চরম সঙ্কট!
Friday, July 12 2024, 3:57 am

বেআব্রু হয়ে পড়েছে দেশের কর্মসংস্থান থেকে ব্যাঙ্কিং ব্যবস্থা।
বেআব্রু হয়ে পড়েছে দেশের কর্মসংস্থান থেকে ব্যাঙ্কিং ব্যবস্থা। বেসরকারি একাধিক সমীক্ষায় দেখা যাচ্ছে, গত এক বছরে বিদেশি বিনিয়োগ কমেছে। উৎপাদন সেক্টরের উপর নির্ভরশীল অসংগঠিত ক্ষেত্রের অবস্থা উদ্বেগজনক। আবার ফর্মাল সেক্টরেও কর্মসংস্থান নিম্নমুখী। গ্রামীণ ক্রয়ক্ষমতা ধুঁকছে। গ্রামীণ ভারতের ক্রয়হার বিগত আর্থিক বছরে প্রতিটি ত্রৈমাসিকেই লাগাতার কমেছে। রপ্তানি কমেছে ১৪ শতাংশ। গত আর্থিক বছরের মার্চ পর্যন্ত ব্যাঙ্কে সাধারণ মানুষের টাকা সঞ্চয় করার প্রবণতা বড়সড় ধাক্কা খেয়েছে। সেভিংস এবং কারেন্ট অ্যাকাউন্ট ডিপোজিট একপ্রকার তলানিতে। ফিক্সড ডিপোজিটেও চরম সঙ্কট।