WB-Congress | জোট নয়, বঙ্গে 'একলা চলো' নীতিতে ভোটপ্রচারে সায় কংগ্রেস সুপ্রিমো রাহুল গান্ধীর

তৃণমূল বা বামেদের সঙ্গে জোটের কথা না ভেবে রাজ্যের ২৯৪ আসনেই লড়াই করার মতো সংগঠন গড়ে তোলার নির্দেশ দিল কংগ্রেস হাইকমান্ড।
বিধানসভা নির্বাচনের এখনও ১ বছর বাকি। তাই বঙ্গে তৃণমূল বা বামেদের সঙ্গে জোট চাইছে না কংগ্রেস। 'একলা চলো' নীতিতেই ভরসা রাখছেন রাহুল গান্ধী। সাংগঠনিক অবস্থা খতিয়ে দেখতে প্রত্যেক রাজ্যের প্রদেশ নেতৃত্বের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুলকে গান্ধী, কে সি বেনুগোপালরা। বুধবার প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তাঁরা। সভায় উপস্থিত ছিলেন বঙ্গ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি। রাজ্যের ২৯৪ আসনেই যাতে কংগ্রেস প্রার্থী দেবে এবার।