Population Census । প্রায় ১৩ বছর পর এবং মোদি জমানায় প্রথমবার! আগামী মাস থেকেই শুরু হতে চলেছে আদমশুমারির প্রক্রিয়া

Wednesday, August 21 2024, 2:41 pm
highlightKey Highlights

আদমশুমারির প্রক্রিয়া করতে চলেছে কেন্দ্র সরকার। রীতি অনুযায়ী, প্রতি ১০ বছর অন্তর আদমশুমারি হয়ে থাকে।


আদমশুমারির প্রক্রিয়া করতে চলেছে কেন্দ্র সরকার। রীতি অনুযায়ী, প্রতি ১০ বছর অন্তর আদমশুমারি হয়ে থাকে। কিন্তু ২০১১-র পর এ দেশে আর জনগণনা হয়নি। ২০২১ সালে জনগণনা হওয়ার থাকলেও করোনা অতিমারীর জেরে সেটা পিছিয়ে দেওয়া হয়। জানা গিয়েছে, সব ঠিক থাকলে, প্রায় ১৩ বছর পর আগামী মাস থেকেই জনগণনা প্রক্রিয়া শুরু হতে চলেছে। এই গোটা প্রক্রিয়া চলবে প্রায় দেড় বছর। ফলে ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে জনগণনার রিপোর্ট প্রকাশ করার লক্ষ্যমাত্রা নিয়েছে নরেন্দ্র মোদি সরকার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File