অন্যান্য

Word of the Year । ‘ওয়ার্ড অব দ্য ইয়ার’ সম্মান পেলো ‘ম্যানিফেস্ট’! কেন এই বিশেষ সম্মান দিলো কেমব্রিজ ডিকশনারি?

Word of the Year । ‘ওয়ার্ড অব দ্য ইয়ার’ সম্মান পেলো  ‘ম্যানিফেস্ট’! কেন এই বিশেষ সম্মান দিলো কেমব্রিজ ডিকশনারি?
Key Highlights

২০২৪ সালের সেরা শব্দ বা ‘ওয়ার্ড অব দ্য ইয়ার’ হিসেবে ‘ম্যানিফেস্ট’ শব্দটিকেই বেছে নিলো ‘কেমব্রিজ ডিকশনারি’।

২০২৪ সালের সেরা শব্দ বা ‘ওয়ার্ড অব দ্য ইয়ার’ হিসেবে ‘ম্যানিফেস্ট’ শব্দটিকেই বেছে নিলো ‘কেমব্রিজ ডিকশনারি’। তাদের ওয়েবসাইটে এই বছর প্রায় ১ লক্ষ ৩০ হাজার বার এই শব্দটি সার্চ করা হয়েছে। এছাড়াও অন্যান্য কারণ, যেমন, ২০২৪এর বিভিন্ন ঘটনাবলির কারণে সব ধরণের মাধ্যমে এই শব্দের ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়া, এই শব্দের মধ্যে ধরা পড়েছে সময়ের সঙ্গে সঙ্গে একটি শব্দের অর্থ কীভাবে পরিবর্তিত হয় সেটার জন্যও ‘ম্যানিফেস্ট’কে বেছে নেওয়া হয়েছে ওয়ার্ড অব দ্য ইয়ার’ হিসেবে।