নিখোঁজ SSKMর মর্গে পড়ে থাকা ঝলসানো দেহ, স্ট্র্যান্ডরোডে অগ্নিকাণ্ডে মৃত ৯টি দেহ ময়নাতদন্ত করা হয়েছে

Thursday, December 21 2023, 2:26 pm
নিখোঁজ SSKMর মর্গে পড়ে থাকা ঝলসানো দেহ, স্ট্র্যান্ডরোডে অগ্নিকাণ্ডে মৃত ৯টি দেহ ময়নাতদন্ত করা হয়েছে
highlightKey Highlights

এসএসকেএম মর্গে পড়ে থাকা ঝলসানো দেহটি সুদীপ দাসেরই। তিনি পূর্ব রেলের সিগন্যাল অ্যান্ড টেলিকম কর্মী। হাওড়ার রামরাজাতলায় বাড়ি। গতকাল রাত সাড়ে আটটা নাগাদ তাঁর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। গতকালই স্ট্র্যান্ড রোডের অগ্নিকাণ্ডে মৃত ৯টি দেহের ময়নাতদন্ত করা হয়েছে। তার মধ্যে ছয়টি দেহ ময়নাতদন্তের পর তাদের পরিজনদের হাতে তুলে দেওয়া হয়। বাকি আরপিএফ-এর কনস্টেবল সঞ্জয় সাহানি, হেয়ার স্ট্রিট থানার এএসআই অমিত ভাওয়ালের দেহ পরে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। স্ট্র্যান্ড রোডের অগ্নিকাণ্ডে মৃত ৯জনের মধ্যে একজনের পরিচয় মিলতে দীর্ঘ সময় লাগে। শুধু পায়ের কিছু অংশ ছাড়া বাকি দেহটি এতোটাই বিকৃত হয়েছিল যে তা সনাক্তকরণ প্রায় অসম্ভব হয়ে পড়ে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File

লেটেস্ট আপডেট