India-Canada | ভারত কানাডার মধ্যে বরফ গলছে, টের পেতেই ভ্যাঙ্কুভারে ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের হুমকি খালিস্তানপন্থীদের
Wednesday, September 17 2025, 6:02 am

ভ্যাঙ্কুভারে ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের হুমকি দিয়েছে নিষিদ্ধ খলিস্তানি সংগঠন শিখস ফর জাস্টিস (SFG)।
৯ মাস বাদে কানাডায় হাইকমিশনার নিয়োগ করেছে নয়াদিল্লি। ভারত এবং কানাডার মধ্যেকার বরফ গলছে। তাতেই ক্ষুব্ধ খালিস্তানপন্থী সংগঠন। ১৮ সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার ভ্যাঙ্কুভারে ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে নিষিদ্ধ খলিস্তানি সংগঠন শিখস ফর জাস্টিস (SFG)। একটি পোস্টার রিলিজ করে তাঁরা ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের হুমকি দিয়েছেন। পোস্টারে ভারতের নবনিযুক্ত হাই কমিশনার দীনেশ পট্টনায়েকের ছবির উপর রেড মার্ক দিয়ে ক্রস আঁকা রয়েছে। কনস্যুলেটের চারপাশে সতর্কতা আরও বাড়ানো হয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- ভারতীয়
- ভারত
- কানাডা
- ভারতীয় দূতাবাস
- খালিস্তানি টেররিস্ট
- হামলা