ICC | ভারতীয় ক্রিকেট দুনিয়ায় আবার ফিরছে 'লালা'-র ব্যবহার, অনুমতি দিলো ICC

বলের উপর লালা ব্যবহার নিয়ে যে নিষেধাজ্ঞা জারি করেছিল আইসিসি, সেটা আর থাকছে না।
কোভিড কালে আইসিসির নির্দেশে ক্রিকেটের নিয়মাবলীতে বেশ কিছু পরিবর্তন এসেছিলো। ক্রিকেটারদের নিরাপত্তার কথা মাথায় রেখে বলে লালা ব্যাবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছিল আইসিসি। এর ফলে ক্রিকেট মাঠে বোলারদের 'রিভার্স সুইং' প্রায় বিলুপ্ত হতে বসেছিল। করোনা কাল কাটতেই চ্যাম্পিয়ন্স ট্রফির সময় ভারতীয় বোলার শামি লালা ব্যবহার করতে দেওয়ার আর্জি জানিয়েছিলেন আইসিসির কাছে। আইপিএল শুরুর আগেই বোলারদের লালা ব্যবহারের অনুমতি দিয়ে দিয়েছে ভারতীয় বোর্ড। ফলে ক্রিকেট মাঠে ফের ফিরছে 'রিভার্স সুইং' শিল্প।