খেলাধুলা

Rishabh Pant | শতরান করেই মারলেন ডিগবাজি! ইংল্যান্ড ভূমিতে ঋষভ ম্যাজিক

Rishabh Pant | শতরান করেই মারলেন ডিগবাজি! ইংল্যান্ড ভূমিতে ঋষভ ম্যাজিক
Key Highlights

শোয়েব বশিরের বলে এক হাতে বিরাট একটা ছক্কা মেরে ১৪৬ বলে শতরান পেরলেন ২৭ বছরের ক্রিকেটার ঋষভ পন্থ।

ইংল্যান্ড বনাম ভারতের ম্যাচে দাপট ভারতীয় ক্রিকেটারদের। ম্যাচের দ্বিতীয় দিনে অনবদ্য ঋষভ পন্থ। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় সেঞ্চুরি করলেন ২৭ বছরের এই তরুণ ক্রিকেটার। শনিবার ১৪৬ বলে শতরান পূর্ণ করলেন ঋষভ। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ছক্কা মেরে ৯৯ থেকে ১০৫ রানে পৌঁছলেন ভারতের সহ অধিনায়ক। তারপরই ডিগবাজি খেয়ে সেলিব্রেশনে মেতে ওঠেন তিনি। ভারতীয় উইকেটকিপার হিসেবে ৭তম সেঞ্চুরি করলেন তিনি। এর আগে কোনও ভারতীয় উইকেটকিপারই এতগুলো শতরান পাননি। এক্ষেত্রে তিনি পিছনে ফেললেন ধোনিকে। টেস্টে ধোনির সেঞ্চুরির সংখ্যা ৬টি।