Dhaka International Film Festival । উদ্বোধন হলো ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের, উৎসবে দেখানো হলো চীনা ছবি!

Saturday, January 11 2025, 2:36 pm
highlightKey Highlights

বাংলাদেশের রাজধানী ঢাকায় উদ্বোধন হলো ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হলো চিউঝ্যাং এর সিনেমা ‘মুন ম্যান’।


শনিবার বিকেলে বাংলাদেশের রাজধানী ঢাকায় উদ্বোধন হলো ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এদিন বিকেলে উদ্বোধনী অনুষ্ঠান হয় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগান সামনে রেখে শুরু হলো এই উৎসব, চলবে ১৯ জানুয়ারী অবধি। প্রতিবারের মতো এবারও এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, চিল্ড্রেন্স ফিল্ম, উইমেন্স ফিল্ম ইত্যাদি সেকশনে ৭৫টি দেশের পূর্ণ ও স্বল্প দৈর্ঘ্যের ২২০টি চলচ্চিত্র দেখানো হচ্ছে। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হলো চিউঝ্যাং এর সিনেমা ‘মুন ম্যান’।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File